শিরোনামঃ
টঙ্গীতে কাইজেন–৫এস ভিত্তিক মানোন্নয়ন কর্মশালা মাগুরায় আওয়ামী লীগের লকডাউনের প্রতিবাদে ইসলামী ছাত্র শিবিরের বিক্ষোভ মিছিল জামায়াতের সংবাদ সম্মেলনে গোলাম পরওয়ার: আওয়ামী ফ্যাসিবাদিরা দেশে নৈরাজ্য সৃষ্টি করছে ডায়াবেটিস সচেতনতা বৃদ্ধি করতে এভারকেয়ার হসপিটাল ঢাকার র‍্যালি আয়োজন ময়মনসিংহে সাংবাদিকদের নিয়ে প্রযুক্তিনির্ভর জেন্ডার-ভিত্তিক সহিংসতা প্রতিরোধ কর্মশালা ৭ ব্যাংক হিসাব ঘিরে ৫৪ কোটি টাকার লেনদেন: সাঈদ খোকন-শাহানা হানিফের বিরুদ্ধে মানিলন্ডারিং অভিযোগ জুলাই সনদ থেকে গণভোট- ইউনূস সরকারের ‘নতুন গণতন্ত্রের রূপরেখা’? পূবালী ব্যাংক কর্তৃক এমআইএসটি-কে আর্থিক সহায়তা প্রদান শাহ্জালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির ৯০৭তম সভা অনুষ্ঠিত আল-আরাফাহ ইসলামী ব্যাংক ও দীন ইসলামিকের মধ্যে কৌশলগত চুক্তি স্বাক্ষর

জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তরই জাতীয় উন্নয়নের চাবিকাঠি: আমির খসরু

#
news image

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, “নতুন বাংলাদেশ গড়ার চ্যালেঞ্জ মোকাবিলায় জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তর করার বিকল্প নেই।”

সোমবার বিকেলে রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনীয়ার্স, বাংলাদেশের (আইডিইবি) ৫৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, “প্রযুক্তির সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তার জ্ঞানকে সমন্বয় করে জনসম্পদ গঠন করা না গেলে জাতীয় উন্নয়ন টেকসই হবে না। বিএনপি সরকার গঠন করতে পারলে গ্রামীণভিত্তিক কর্মসংস্থানের উদ্যোগ নেবে—তখন কর্মসংস্থানের জন্য কাউকে ঢাকা বা চট্টগ্রামে আসতে হবে না।”

আমির খসরু বলেন, “বিএনপি সরকার গঠনের এক বছরের মধ্যে এক কোটি মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করবে। এজন্য আইটি সেক্টর, কল সেন্টার, নার্সিং এবং কুটিরশিল্প আধুনিকায়নের উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি উদ্যোক্তাদের সহজ শর্তে ঋণ দেওয়া হবে।”

তিনি আরও বলেন, “তথ্যপ্রযুক্তির মাধ্যমে সরকারি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া হবে, যাতে দুর্নীতি ও হয়রানি কমে আসে।”

রাজনীতি প্রসঙ্গে বিএনপির এই নেতা বলেন, “ঢাকায় বসে নয়, জনগণের রায় নিয়েই রাষ্ট্র পরিচালনার নীতি নিতে হবে। বিএনপি ক্ষমতায় গেলে কোনো মেগাপ্রকল্প নেওয়া হবে না। বরং জাতীয় বাজেটের পাঁচ শতাংশ শিক্ষা ও স্বাস্থ্য খাতে ব্যয় করা হবে।”

সেমিনারে আইডিইবির কেন্দ্রীয় আহ্বায়ক প্রকৌশলী মো. কবীর হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন এলডিপির মহাসচিব ড. রেদোয়ান আহমেদ, জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জোবায়ের, গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর, এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান ভূঁইয়া মঞ্জু ও ইসলামী আন্দোলনের যুগ্ম মহাসচিব প্রকৌশলী আশরাফুল আলম।

স্বাগত বক্তব্য রাখেন কেন্দ্রীয় সদস্য সচিব প্রকৌশলী কাজী সাখাওয়াত হোসেন, আর মূল প্রবন্ধ উপস্থাপন করেন অধ্যাপক সৈয়দ আব্দুল আজিজ।

রাজনীতি ডেস্ক

১০-১১-২০২৫ রাত ১০:৫৮

news image

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, “নতুন বাংলাদেশ গড়ার চ্যালেঞ্জ মোকাবিলায় জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তর করার বিকল্প নেই।”

সোমবার বিকেলে রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনীয়ার্স, বাংলাদেশের (আইডিইবি) ৫৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, “প্রযুক্তির সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তার জ্ঞানকে সমন্বয় করে জনসম্পদ গঠন করা না গেলে জাতীয় উন্নয়ন টেকসই হবে না। বিএনপি সরকার গঠন করতে পারলে গ্রামীণভিত্তিক কর্মসংস্থানের উদ্যোগ নেবে—তখন কর্মসংস্থানের জন্য কাউকে ঢাকা বা চট্টগ্রামে আসতে হবে না।”

আমির খসরু বলেন, “বিএনপি সরকার গঠনের এক বছরের মধ্যে এক কোটি মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করবে। এজন্য আইটি সেক্টর, কল সেন্টার, নার্সিং এবং কুটিরশিল্প আধুনিকায়নের উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি উদ্যোক্তাদের সহজ শর্তে ঋণ দেওয়া হবে।”

তিনি আরও বলেন, “তথ্যপ্রযুক্তির মাধ্যমে সরকারি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া হবে, যাতে দুর্নীতি ও হয়রানি কমে আসে।”

রাজনীতি প্রসঙ্গে বিএনপির এই নেতা বলেন, “ঢাকায় বসে নয়, জনগণের রায় নিয়েই রাষ্ট্র পরিচালনার নীতি নিতে হবে। বিএনপি ক্ষমতায় গেলে কোনো মেগাপ্রকল্প নেওয়া হবে না। বরং জাতীয় বাজেটের পাঁচ শতাংশ শিক্ষা ও স্বাস্থ্য খাতে ব্যয় করা হবে।”

সেমিনারে আইডিইবির কেন্দ্রীয় আহ্বায়ক প্রকৌশলী মো. কবীর হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন এলডিপির মহাসচিব ড. রেদোয়ান আহমেদ, জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জোবায়ের, গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর, এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান ভূঁইয়া মঞ্জু ও ইসলামী আন্দোলনের যুগ্ম মহাসচিব প্রকৌশলী আশরাফুল আলম।

স্বাগত বক্তব্য রাখেন কেন্দ্রীয় সদস্য সচিব প্রকৌশলী কাজী সাখাওয়াত হোসেন, আর মূল প্রবন্ধ উপস্থাপন করেন অধ্যাপক সৈয়দ আব্দুল আজিজ।