ইউটিউবারের প্রশ্নে ক্ষুব্ধ গৌরী জি. কিষাণ, বললেন ‘নায়িকা মানেই শূন্য আকার নয়’
বিনোদন ডেস্ক
৯-১১-২০২৫ রাত ১২:৭
ইউটিউবারের প্রশ্নে ক্ষুব্ধ গৌরী জি. কিষাণ, বললেন ‘নায়িকা মানেই শূন্য আকার নয়’
বলিউড নয়, দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী গৌরী জি. কিষাণ বর্তমানে ব্যস্ত নিজের নতুন সিনেমা ‘আদার্স’–এর প্রচারণা নিয়ে। সম্প্রতি চেন্নাইয়ে অনুষ্ঠিত এক প্রচারণা অনুষ্ঠানে ঘটে অপ্রত্যাশিত এক ঘটনা। অনুষ্ঠানে উপস্থিত এক ইউটিউবার তার শরীর ও ওজন নিয়ে প্রশ্ন তোলায় তীব্র প্রতিবাদ জানান গৌরী।
ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে মুহূর্তেই ভাইরাল হয়। আজ (৮ নভেম্বর) সামাজিক মাধ্যমে এক বিবৃতিতে ক্ষোভ প্রকাশ করেছেন অভিনেত্রী।
বিবৃতিতে তিনি লিখেছেন, “কোনো ব্যক্তির দেহ বা শারীরিক গঠন নিয়ে প্রশ্ন তোলা বা মন্তব্য করা সম্পূর্ণ অন্যায়। আমার সঙ্গে যা ঘটেছে তা কেবল আমার অপমান নয়, বরং শিল্পী ও সংবাদমাধ্যমেরও অপমান।”
গৌরী প্রশ্ন তোলেন, “আমার সিনেমার বিষয়ে না জিজ্ঞেস করে এমন অসম্মানজনক প্রশ্ন কেন? একই সুরে কি কোনো পুরুষ অভিনেতাকে এমন প্রশ্ন করা হতো?”
তিনি আরও বলেন, “নারীদের বডি-শেমিং করা বা অবাস্তব সৌন্দর্যের মানদণ্ড চাপিয়ে দেওয়া এখনও চলছে। আমাদের অস্বস্তি প্রকাশ করার অধিকার আছে।”
ঘটনাটি ঘটে ৬ নভেম্বর চেন্নাইয়ে ‘আদার্স’ সিনেমার প্রচারণা অনুষ্ঠানে। ইউটিউবার কার্তিক নায়ক-নায়িকার জুটিকে ‘অদ্ভুত জুটি’ বলে আখ্যায়িত করলে গৌরী প্রতিবাদ করেন। এরপর কার্তিক উল্টো তর্কে জড়িয়ে পড়েন।
গৌরী জানান, অতীতে এই ব্যক্তি তার ওজন ও শারীরিক বিষয় নিয়ে প্রশ্ন করেছিলেন। তিনি বলেন, “নায়িকা হলেই কি শূন্য আকারের হওয়া বাধ্যতামূলক? আমার ওজন জানলে সিনেমার কী উপকার হবে?”
পরবর্তীতে ভারতের রিচা চাড্ডা, পার্বতী তিরুভোথু, চিন্ময়ী শ্রীপদা, খুশবু সুন্দর, রাধিকা শরৎকুমারসহ বহু তারকা গৌরীর পাশে দাঁড়ান।
সূত্র: আউটলুক ইন্ডিয়া
বিনোদন ডেস্ক
৯-১১-২০২৫ রাত ১২:৭
বলিউড নয়, দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী গৌরী জি. কিষাণ বর্তমানে ব্যস্ত নিজের নতুন সিনেমা ‘আদার্স’–এর প্রচারণা নিয়ে। সম্প্রতি চেন্নাইয়ে অনুষ্ঠিত এক প্রচারণা অনুষ্ঠানে ঘটে অপ্রত্যাশিত এক ঘটনা। অনুষ্ঠানে উপস্থিত এক ইউটিউবার তার শরীর ও ওজন নিয়ে প্রশ্ন তোলায় তীব্র প্রতিবাদ জানান গৌরী।
ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে মুহূর্তেই ভাইরাল হয়। আজ (৮ নভেম্বর) সামাজিক মাধ্যমে এক বিবৃতিতে ক্ষোভ প্রকাশ করেছেন অভিনেত্রী।
বিবৃতিতে তিনি লিখেছেন, “কোনো ব্যক্তির দেহ বা শারীরিক গঠন নিয়ে প্রশ্ন তোলা বা মন্তব্য করা সম্পূর্ণ অন্যায়। আমার সঙ্গে যা ঘটেছে তা কেবল আমার অপমান নয়, বরং শিল্পী ও সংবাদমাধ্যমেরও অপমান।”
গৌরী প্রশ্ন তোলেন, “আমার সিনেমার বিষয়ে না জিজ্ঞেস করে এমন অসম্মানজনক প্রশ্ন কেন? একই সুরে কি কোনো পুরুষ অভিনেতাকে এমন প্রশ্ন করা হতো?”
তিনি আরও বলেন, “নারীদের বডি-শেমিং করা বা অবাস্তব সৌন্দর্যের মানদণ্ড চাপিয়ে দেওয়া এখনও চলছে। আমাদের অস্বস্তি প্রকাশ করার অধিকার আছে।”
ঘটনাটি ঘটে ৬ নভেম্বর চেন্নাইয়ে ‘আদার্স’ সিনেমার প্রচারণা অনুষ্ঠানে। ইউটিউবার কার্তিক নায়ক-নায়িকার জুটিকে ‘অদ্ভুত জুটি’ বলে আখ্যায়িত করলে গৌরী প্রতিবাদ করেন। এরপর কার্তিক উল্টো তর্কে জড়িয়ে পড়েন।
গৌরী জানান, অতীতে এই ব্যক্তি তার ওজন ও শারীরিক বিষয় নিয়ে প্রশ্ন করেছিলেন। তিনি বলেন, “নায়িকা হলেই কি শূন্য আকারের হওয়া বাধ্যতামূলক? আমার ওজন জানলে সিনেমার কী উপকার হবে?”
পরবর্তীতে ভারতের রিচা চাড্ডা, পার্বতী তিরুভোথু, চিন্ময়ী শ্রীপদা, খুশবু সুন্দর, রাধিকা শরৎকুমারসহ বহু তারকা গৌরীর পাশে দাঁড়ান।
সূত্র: আউটলুক ইন্ডিয়া