রুদ্ধশ্বাস ড্রয়ে শেষ টটেনহ্যাম–ম্যানইউ দ্বৈরথ
স্পোর্টস ডেস্ক
৯-১১-২০২৫ রাত ১২:৩
রুদ্ধশ্বাস ড্রয়ে শেষ টটেনহ্যাম–ম্যানইউ দ্বৈরথ
শেষ মিনিটে ডি লিগটের হেডে ‘উল্লাস থেকে হতাশায়’ টটেনহ্যাম!
শেষ মিনিট পর্যন্ত টটেনহ্যাম সমর্থকেরা ভাবছিলেন—জয় তাদের মুঠোয়! কিন্তু ইনজুরি টাইমে সব হিসাব বদলে দিলেন ম্যানচেস্টার ইউনাইটেডের ডি লিগট।
৯০ মিনিটে ১-১ গোলের পর যোগ করা সময়ের প্রথম মিনিটেই রিচার্লিসনের গোলে ২-১! স্টেডিয়ামে তখন উৎসবের আমেজ। কিন্তু মাত্র দুই মিনিট পরেই ইউনাইটেডের কর্নার থেকে আসা বলে হেড করে গোল করে দেন ডাচ তারকা ডি লিগট। মুহূর্তেই স্তব্ধ টটেনহ্যাম সমর্থকরা।
নাটকীয় ম্যাচের এমন পরিণতিতে দুই দলই পেল এক পয়েন্ট করে। ১১ ম্যাচ শেষে টটেনহ্যাম ১৮ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয় স্থানে, একই পয়েন্টে গোল ব্যবধানে পিছিয়ে সপ্তম স্থানে ম্যানইউ।
ফুটবলপ্রেমীদের মতে, “এমন ম্যাচেই বোঝা যায় কেন প্রিমিয়ার লিগ বিশ্বসেরা”—একই ম্যাচে রোমাঞ্চ, প্রতিশোধ, উল্লাস আর হতাশা—সবই ছিল এক ফ্রেমে!
স্পোর্টস ডেস্ক
৯-১১-২০২৫ রাত ১২:৩
শেষ মিনিটে ডি লিগটের হেডে ‘উল্লাস থেকে হতাশায়’ টটেনহ্যাম!
শেষ মিনিট পর্যন্ত টটেনহ্যাম সমর্থকেরা ভাবছিলেন—জয় তাদের মুঠোয়! কিন্তু ইনজুরি টাইমে সব হিসাব বদলে দিলেন ম্যানচেস্টার ইউনাইটেডের ডি লিগট।
৯০ মিনিটে ১-১ গোলের পর যোগ করা সময়ের প্রথম মিনিটেই রিচার্লিসনের গোলে ২-১! স্টেডিয়ামে তখন উৎসবের আমেজ। কিন্তু মাত্র দুই মিনিট পরেই ইউনাইটেডের কর্নার থেকে আসা বলে হেড করে গোল করে দেন ডাচ তারকা ডি লিগট। মুহূর্তেই স্তব্ধ টটেনহ্যাম সমর্থকরা।
নাটকীয় ম্যাচের এমন পরিণতিতে দুই দলই পেল এক পয়েন্ট করে। ১১ ম্যাচ শেষে টটেনহ্যাম ১৮ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয় স্থানে, একই পয়েন্টে গোল ব্যবধানে পিছিয়ে সপ্তম স্থানে ম্যানইউ।
ফুটবলপ্রেমীদের মতে, “এমন ম্যাচেই বোঝা যায় কেন প্রিমিয়ার লিগ বিশ্বসেরা”—একই ম্যাচে রোমাঞ্চ, প্রতিশোধ, উল্লাস আর হতাশা—সবই ছিল এক ফ্রেমে!