কুনার নদীর বাঁধকে কেন্দ্র করে তেজ বেড়েছে; ইস্তানবুল আলোচনায় ব্যর্থ হলে ‘উন্মুক্ত যুদ্ধ’ বললেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী
আন্তর্জাতিক ডেস্ক
২৫-১০-২০২৫ রাত ১১:৬
কুনার নদীর বাঁধকে কেন্দ্র করে তেজ বেড়েছে; ইস্তানবুল আলোচনায় ব্যর্থ হলে ‘উন্মুক্ত যুদ্ধ’ বললেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী
পাকিস্তান ও আফগানিস্তানের সামরিক সংঘর্ষের পরে দুই দেশের মধ্যে চাপা উত্তেজনা দেখা দিয়েছে। কুনার নদীর উপর তৎপরভাবে বাঁধ নির্মাণে আফগানিস্তানের তৎপরতা বাড়ায় পরিস্থিতি আরও উত্তেজক হওয়ার আশঙ্কা রয়েছে। পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ ইস্তানবুল আলোচনায় চুক্তি না হলে ‘উন্মুক্ত যুদ্ধ’ পর্যন্ত ঘটনাটি গড়াতে পারে বলে সতর্কতা দিয়েছেন।
আসিফ তার বক্তব্যে বলেন, “আমাদের সামনে বিকল্প আছে; যদি কোনো চুক্তি না হয়, তাহলে উন্মুক্ত যুদ্ধ হতে পারে। তবে গত চার-৫ দিনে সংঘর্ষ কমেছে এবং উভয়পক্ষই আপাতত যুদ্ধবিরতি মেনে চলেছে, যা ইতিবাচক।” তিনি আরও বলেন, ইস্তানবুলে আলোচনা চলার প্রেক্ষিতে আশা করা হচ্ছে সংলাপ থেকে মিলজুলোর রাস্তা বের হবে; না হলে দুইপক্ষকে কঠোর সিদ্ধান্ত নিতে হবে।
এদিকে তালেবান নেতৃত্ব কুনার নদীর ওপর বাঁধ দ্রুত শুরু করার নির্দেশ দিয়েছে। আফগানিস্তানের জ্বালানি ও পানিমন্ত্রী আব্দুল লতিফ মনসুর বলেন, হিবাতুল্লাহ আখুন্দজাদা দেশীয় ঠিকাদারি প্রতিষ্ঠানগুলোকে প্রাধান্য দিয়ে কাজ শুরু করার নির্দেশ দিয়েছেন এবং আফগানদের পানি ব্যবস্থাপনার অধিকার রয়েছে—এমন বক্তব্য সংবাদ মাধ্যমে দিয়েছেন তারা।
বিশেষত কুনার নদী পাকিস্তানের শুষ্ক এলাকাগুলোর জন্য গুরুত্বপূর্ণ পানি উৎস; নদীর পানিতে বাধা পড়লে পাকিস্তানের কৃষি ও পানির সরবরাহে মারাত্মক প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে। শনিবার তুরস্কের ইস্তানবুলে শুরু হওয়া দ্বিপাক্ষিক বৈঠকে দুই দেশের প্রতিনিধিরা সীমান্ত প্রশ্ন ও পানিসম্পদ ভাগাভাগি সহ বর্তমান উত্তেজনার সমাধান কার্যকরভাবে খুঁজতে বসেছেন। (রয়টার্স রিপোর্ট উল্লেখ্য)
আন্তর্জাতিক ডেস্ক
২৫-১০-২০২৫ রাত ১১:৬
পাকিস্তান ও আফগানিস্তানের সামরিক সংঘর্ষের পরে দুই দেশের মধ্যে চাপা উত্তেজনা দেখা দিয়েছে। কুনার নদীর উপর তৎপরভাবে বাঁধ নির্মাণে আফগানিস্তানের তৎপরতা বাড়ায় পরিস্থিতি আরও উত্তেজক হওয়ার আশঙ্কা রয়েছে। পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ ইস্তানবুল আলোচনায় চুক্তি না হলে ‘উন্মুক্ত যুদ্ধ’ পর্যন্ত ঘটনাটি গড়াতে পারে বলে সতর্কতা দিয়েছেন।
আসিফ তার বক্তব্যে বলেন, “আমাদের সামনে বিকল্প আছে; যদি কোনো চুক্তি না হয়, তাহলে উন্মুক্ত যুদ্ধ হতে পারে। তবে গত চার-৫ দিনে সংঘর্ষ কমেছে এবং উভয়পক্ষই আপাতত যুদ্ধবিরতি মেনে চলেছে, যা ইতিবাচক।” তিনি আরও বলেন, ইস্তানবুলে আলোচনা চলার প্রেক্ষিতে আশা করা হচ্ছে সংলাপ থেকে মিলজুলোর রাস্তা বের হবে; না হলে দুইপক্ষকে কঠোর সিদ্ধান্ত নিতে হবে।
এদিকে তালেবান নেতৃত্ব কুনার নদীর ওপর বাঁধ দ্রুত শুরু করার নির্দেশ দিয়েছে। আফগানিস্তানের জ্বালানি ও পানিমন্ত্রী আব্দুল লতিফ মনসুর বলেন, হিবাতুল্লাহ আখুন্দজাদা দেশীয় ঠিকাদারি প্রতিষ্ঠানগুলোকে প্রাধান্য দিয়ে কাজ শুরু করার নির্দেশ দিয়েছেন এবং আফগানদের পানি ব্যবস্থাপনার অধিকার রয়েছে—এমন বক্তব্য সংবাদ মাধ্যমে দিয়েছেন তারা।
বিশেষত কুনার নদী পাকিস্তানের শুষ্ক এলাকাগুলোর জন্য গুরুত্বপূর্ণ পানি উৎস; নদীর পানিতে বাধা পড়লে পাকিস্তানের কৃষি ও পানির সরবরাহে মারাত্মক প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে। শনিবার তুরস্কের ইস্তানবুলে শুরু হওয়া দ্বিপাক্ষিক বৈঠকে দুই দেশের প্রতিনিধিরা সীমান্ত প্রশ্ন ও পানিসম্পদ ভাগাভাগি সহ বর্তমান উত্তেজনার সমাধান কার্যকরভাবে খুঁজতে বসেছেন। (রয়টার্স রিপোর্ট উল্লেখ্য)