শিরোনামঃ
টঙ্গীতে কাইজেন–৫এস ভিত্তিক মানোন্নয়ন কর্মশালা মাগুরায় আওয়ামী লীগের লকডাউনের প্রতিবাদে ইসলামী ছাত্র শিবিরের বিক্ষোভ মিছিল জামায়াতের সংবাদ সম্মেলনে গোলাম পরওয়ার: আওয়ামী ফ্যাসিবাদিরা দেশে নৈরাজ্য সৃষ্টি করছে ডায়াবেটিস সচেতনতা বৃদ্ধি করতে এভারকেয়ার হসপিটাল ঢাকার র‍্যালি আয়োজন ময়মনসিংহে সাংবাদিকদের নিয়ে প্রযুক্তিনির্ভর জেন্ডার-ভিত্তিক সহিংসতা প্রতিরোধ কর্মশালা ৭ ব্যাংক হিসাব ঘিরে ৫৪ কোটি টাকার লেনদেন: সাঈদ খোকন-শাহানা হানিফের বিরুদ্ধে মানিলন্ডারিং অভিযোগ জুলাই সনদ থেকে গণভোট- ইউনূস সরকারের ‘নতুন গণতন্ত্রের রূপরেখা’? পূবালী ব্যাংক কর্তৃক এমআইএসটি-কে আর্থিক সহায়তা প্রদান শাহ্জালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির ৯০৭তম সভা অনুষ্ঠিত আল-আরাফাহ ইসলামী ব্যাংক ও দীন ইসলামিকের মধ্যে কৌশলগত চুক্তি স্বাক্ষর

ব্রিটিশবিরোধী সংগ্রামের নাটক ‘ট্রায়াল অব সূর্যসেন’ আবার মঞ্চে

#
news image

ব্রিটিশবিরোধী আন্দোলনের কিংবদন্তি বিপ্লবী মাস্টারদা সূর্যসেনের জীবন ও তাঁর প্রহসনমূলক বিচার-হত্যাকাণ্ডের উপর ভিত্তি করে নির্মিত নাটক ‘ট্রায়াল অব সূর্যসেন’ আবারও মঞ্চে ফিরছে। নাটকটির প্রযোজনা করছে দেশের খ্যাতিমান নাট্যসংগঠন ঢাকা পদাতিক।

নাটকটি মূলত রচনা ও নির্দেশনা দিয়েছিলেন প্রয়াত একুশে পদকপ্রাপ্ত নাট্যজন মাসুম আজিজ। তার অকাল প্রয়াণের পর নাটকটির নবনির্দেশনা করছেন জনপ্রিয় অভিনেতা ও নাট্যনির্দেশক নাদের চৌধুরী। তিনিই এবার সূর্যসেনের চরিত্রটিও রূপায়ণ করছেন।

নাটকটির পরবর্তী প্রদর্শনী অনুষ্ঠিত হবে আগামী ২০ জুলাই বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে সন্ধ্যা ৭টায়। প্রদর্শনীর আগে ১৮ ও ১৯ জুলাই অনুষ্ঠিত হবে চূড়ান্ত মহড়া।

গত বছর দিল্লিতে নাটকটির দুটি আন্তর্জাতিক প্রদর্শনী হয় এবং সেখানেও এটি প্রশংসিত হয়।

নবনির্দেশনা প্রসঙ্গে নাদের চৌধুরী বলেন, ট্রায়াল অব সূর্যসেন’ একটি ঐতিহাসিক নাটক। প্রয়াত মাসুম আজিজ ভাই এই নাটকের মূল রচয়িতা ও নির্দেশক। আমি সেই অবয়ব ধরে রেখে কিছু জায়গায় নতুন অলংকরণ করেছি। এই নাটকটি বর্তমান প্রজন্মের জন্য দেখার মতো, জানার মতো।”

নাটকটিতে প্রায় ৪০টি চরিত্র রয়েছে, যার মধ্যে উল্লেখযোগ্য- সূর্যসেন, প্রীতিলতা, কল্পনা দত্ত, নির্মল সেন, অম্বিকা রায়, নেত্র সেন, ব্রিটিশ ও বাঙালি উকিলসহ আরও অনেকে।

অভিনয়ে অংশ নিচ্ছেন- নাদের চৌধুরী, মাহবুবা হক কুমকুম, মনজুরুল ইসলাম নানটু, শাহনাজ পারভিন জয়া, মামুন উর রশিদ, শ্যামল হাসান, সাবিহা জামান, আক্তার হোসেন, তারেক আলী মিলন, আতিক, রবিউল মিলটন, আল আমিন, সুমন ঘোষ, ফারজানা নিপা, আরিফ, মাক্সুদসহ আরও অনেকে।

আলোক প্রক্ষেপণে আছেন জাকারিয়া কিরন এবং সঙ্গীত আয়োজনে রয়েছেন আবুল বাশার সোহেল।

প্রসঙ্গত, ‘ট্রায়াল অব সূর্যসেন’ নাটকটির উদ্বোধনী প্রদর্শনী হয়েছিল ২০১৮ সালের ১৮ জানুয়ারি। মাস্টারদার আত্মত্যাগ ও সাহসিকতার চিত্রনাট্য আজও দর্শকদের হৃদয়ে নাড়া দেয়।

নিজস্ব প্রতিবেদক

১৪-৭-২০২৫ দুপুর ১১:২৮

news image

ব্রিটিশবিরোধী আন্দোলনের কিংবদন্তি বিপ্লবী মাস্টারদা সূর্যসেনের জীবন ও তাঁর প্রহসনমূলক বিচার-হত্যাকাণ্ডের উপর ভিত্তি করে নির্মিত নাটক ‘ট্রায়াল অব সূর্যসেন’ আবারও মঞ্চে ফিরছে। নাটকটির প্রযোজনা করছে দেশের খ্যাতিমান নাট্যসংগঠন ঢাকা পদাতিক।

নাটকটি মূলত রচনা ও নির্দেশনা দিয়েছিলেন প্রয়াত একুশে পদকপ্রাপ্ত নাট্যজন মাসুম আজিজ। তার অকাল প্রয়াণের পর নাটকটির নবনির্দেশনা করছেন জনপ্রিয় অভিনেতা ও নাট্যনির্দেশক নাদের চৌধুরী। তিনিই এবার সূর্যসেনের চরিত্রটিও রূপায়ণ করছেন।

নাটকটির পরবর্তী প্রদর্শনী অনুষ্ঠিত হবে আগামী ২০ জুলাই বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে সন্ধ্যা ৭টায়। প্রদর্শনীর আগে ১৮ ও ১৯ জুলাই অনুষ্ঠিত হবে চূড়ান্ত মহড়া।

গত বছর দিল্লিতে নাটকটির দুটি আন্তর্জাতিক প্রদর্শনী হয় এবং সেখানেও এটি প্রশংসিত হয়।

নবনির্দেশনা প্রসঙ্গে নাদের চৌধুরী বলেন, ট্রায়াল অব সূর্যসেন’ একটি ঐতিহাসিক নাটক। প্রয়াত মাসুম আজিজ ভাই এই নাটকের মূল রচয়িতা ও নির্দেশক। আমি সেই অবয়ব ধরে রেখে কিছু জায়গায় নতুন অলংকরণ করেছি। এই নাটকটি বর্তমান প্রজন্মের জন্য দেখার মতো, জানার মতো।”

নাটকটিতে প্রায় ৪০টি চরিত্র রয়েছে, যার মধ্যে উল্লেখযোগ্য- সূর্যসেন, প্রীতিলতা, কল্পনা দত্ত, নির্মল সেন, অম্বিকা রায়, নেত্র সেন, ব্রিটিশ ও বাঙালি উকিলসহ আরও অনেকে।

অভিনয়ে অংশ নিচ্ছেন- নাদের চৌধুরী, মাহবুবা হক কুমকুম, মনজুরুল ইসলাম নানটু, শাহনাজ পারভিন জয়া, মামুন উর রশিদ, শ্যামল হাসান, সাবিহা জামান, আক্তার হোসেন, তারেক আলী মিলন, আতিক, রবিউল মিলটন, আল আমিন, সুমন ঘোষ, ফারজানা নিপা, আরিফ, মাক্সুদসহ আরও অনেকে।

আলোক প্রক্ষেপণে আছেন জাকারিয়া কিরন এবং সঙ্গীত আয়োজনে রয়েছেন আবুল বাশার সোহেল।

প্রসঙ্গত, ‘ট্রায়াল অব সূর্যসেন’ নাটকটির উদ্বোধনী প্রদর্শনী হয়েছিল ২০১৮ সালের ১৮ জানুয়ারি। মাস্টারদার আত্মত্যাগ ও সাহসিকতার চিত্রনাট্য আজও দর্শকদের হৃদয়ে নাড়া দেয়।