শিরোনামঃ
টঙ্গীতে কাইজেন–৫এস ভিত্তিক মানোন্নয়ন কর্মশালা মাগুরায় আওয়ামী লীগের লকডাউনের প্রতিবাদে ইসলামী ছাত্র শিবিরের বিক্ষোভ মিছিল জামায়াতের সংবাদ সম্মেলনে গোলাম পরওয়ার: আওয়ামী ফ্যাসিবাদিরা দেশে নৈরাজ্য সৃষ্টি করছে ডায়াবেটিস সচেতনতা বৃদ্ধি করতে এভারকেয়ার হসপিটাল ঢাকার র‍্যালি আয়োজন ময়মনসিংহে সাংবাদিকদের নিয়ে প্রযুক্তিনির্ভর জেন্ডার-ভিত্তিক সহিংসতা প্রতিরোধ কর্মশালা ৭ ব্যাংক হিসাব ঘিরে ৫৪ কোটি টাকার লেনদেন: সাঈদ খোকন-শাহানা হানিফের বিরুদ্ধে মানিলন্ডারিং অভিযোগ জুলাই সনদ থেকে গণভোট- ইউনূস সরকারের ‘নতুন গণতন্ত্রের রূপরেখা’? পূবালী ব্যাংক কর্তৃক এমআইএসটি-কে আর্থিক সহায়তা প্রদান শাহ্জালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির ৯০৭তম সভা অনুষ্ঠিত আল-আরাফাহ ইসলামী ব্যাংক ও দীন ইসলামিকের মধ্যে কৌশলগত চুক্তি স্বাক্ষর

ডিজিটাল রূপান্তরের ২০ বছর: গ্রাহককে কেন্দ্র করেই বাংলালিংকের অগ্রযাত্রা

#
news image

দেশের অন্যতম শীর্ষ ডিজিটাল অপারেটর বাংলালিংক উদযাপন করলো তার ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী, যেখানে প্রতিটি আয়োজনেই ছিল গ্রাহকদের প্রতি কৃতজ্ঞতা ও শ্রদ্ধার স্পষ্ট প্রতিফলন।

দীর্ঘ দুই দশকের যাত্রায় বাংলালিংক দেশের ডিজিটাল বৈষম্য হ্রাস এবং উদ্ভাবনী প্রযুক্তিনির্ভর সেবা প্রদানে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। প্রতিষ্ঠানটির লক্ষ্য সবসময়ই ছিল গ্রাহকের অভিজ্ঞতা সমৃদ্ধ করা এবং সময়োপযোগী ডিজিটাল কানেক্টিভিটি নিশ্চিত করা।

২০ বছর পূর্তির অংশ হিসেবে বাংলালিংক বিশেষভাবে সম্মান জানিয়েছে তাদের সবচেয়ে পুরনো ও বিশ্বস্ত গ্রাহকদের। পুরস্কার হিসেবে বেছে নেওয়া হয়েছে কক্সবাজার ভ্রমণের আয়োজন, যেখানে গ্রাহকরা বাংলালিংকের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে সময় কাটান এবং নিজেদের যাত্রার গল্প ভাগাভাগি করেন।

গ্রাহকদের জন্য চালু করা হয়েছে রেট কাটার প্যাকেজ ও ২০ জিবি বোনাস ডেটা। পাশাপাশি, বাংলালিংকের কর্মীরা সরাসরি ফোন করে তাদের দীর্ঘদিনের আস্থা ও ভালোবাসার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। প্রতিষ্ঠানটির প্রতিনিধিরা আরও কিছু গ্রাহকের সঙ্গে সরাসরি সাক্ষাতেও অংশ নেন।

প্রতিষ্ঠানটির চিফ করপোরেট ও রেগুলেটরি অ্যাফেয়ার্স অফিসার তাইমুর রহমান বলেন, আমাদের সবকিছুর কেন্দ্রে রয়েছেন আমাদের গ্রাহকেরা। এই মাইলফলক কেবল প্রবৃদ্ধির নয়, বরং এটি সম্মিলিত সম্ভাবনার প্রতীক। ভবিষ্যতেও আমরা বাংলাদেশের ডিজিটাল রূপান্তরের বিশ্বস্ত সঙ্গী হতে চাই।

বাংলালিংকের এই দুই দশকের যাত্রা প্রযুক্তি, উদ্ভাবন এবং মানুষের জীবনে প্রকৃত পরিবর্তন আনার এক সফল গল্প হয়ে থাকবে।

নিজস্ব প্রতিবেদক

১৪-৭-২০২৫ রাত ১২:০

news image

দেশের অন্যতম শীর্ষ ডিজিটাল অপারেটর বাংলালিংক উদযাপন করলো তার ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী, যেখানে প্রতিটি আয়োজনেই ছিল গ্রাহকদের প্রতি কৃতজ্ঞতা ও শ্রদ্ধার স্পষ্ট প্রতিফলন।

দীর্ঘ দুই দশকের যাত্রায় বাংলালিংক দেশের ডিজিটাল বৈষম্য হ্রাস এবং উদ্ভাবনী প্রযুক্তিনির্ভর সেবা প্রদানে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। প্রতিষ্ঠানটির লক্ষ্য সবসময়ই ছিল গ্রাহকের অভিজ্ঞতা সমৃদ্ধ করা এবং সময়োপযোগী ডিজিটাল কানেক্টিভিটি নিশ্চিত করা।

২০ বছর পূর্তির অংশ হিসেবে বাংলালিংক বিশেষভাবে সম্মান জানিয়েছে তাদের সবচেয়ে পুরনো ও বিশ্বস্ত গ্রাহকদের। পুরস্কার হিসেবে বেছে নেওয়া হয়েছে কক্সবাজার ভ্রমণের আয়োজন, যেখানে গ্রাহকরা বাংলালিংকের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে সময় কাটান এবং নিজেদের যাত্রার গল্প ভাগাভাগি করেন।

গ্রাহকদের জন্য চালু করা হয়েছে রেট কাটার প্যাকেজ ও ২০ জিবি বোনাস ডেটা। পাশাপাশি, বাংলালিংকের কর্মীরা সরাসরি ফোন করে তাদের দীর্ঘদিনের আস্থা ও ভালোবাসার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। প্রতিষ্ঠানটির প্রতিনিধিরা আরও কিছু গ্রাহকের সঙ্গে সরাসরি সাক্ষাতেও অংশ নেন।

প্রতিষ্ঠানটির চিফ করপোরেট ও রেগুলেটরি অ্যাফেয়ার্স অফিসার তাইমুর রহমান বলেন, আমাদের সবকিছুর কেন্দ্রে রয়েছেন আমাদের গ্রাহকেরা। এই মাইলফলক কেবল প্রবৃদ্ধির নয়, বরং এটি সম্মিলিত সম্ভাবনার প্রতীক। ভবিষ্যতেও আমরা বাংলাদেশের ডিজিটাল রূপান্তরের বিশ্বস্ত সঙ্গী হতে চাই।

বাংলালিংকের এই দুই দশকের যাত্রা প্রযুক্তি, উদ্ভাবন এবং মানুষের জীবনে প্রকৃত পরিবর্তন আনার এক সফল গল্প হয়ে থাকবে।