এটা তোমার জীবন, তুমি সাজাও- বিদায়ী জেলা প্রশাসক
শেখ আবু সাঈদ।।
১২-১১-২০২৫ রাত ১২:২১
এটা তোমার জীবন, তুমি সাজাও- বিদায়ী জেলা প্রশাসক
"It's your life colour it." এটা তোমার জীবন, এ জীবনকে তুমিই সাজাও'।
আজ ১১ নবেম্বর মঙ্গলবার সকাল ১০ টায় জেলা তথ্য অফিস কর্তৃক আয়োজিত
তারুন্য নির্ভর নতুন বাংলাদেশ গঠনে" এসো দেশ বদলাই, পথিবী বদলাই শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বাগেরহাটের জেলা প্রশাসক আহমেদ কামরুল হাসান তরুনদের উদ্যেশ্যে উক্ত বিখ্যাত উক্তি করেন। জেলা তথ্য অফিসার মইনুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার শামিম হোসাইন, ডেপুটি সিভিল সার্জন ডা: হাবিবুর রহমান, জেলা শিক্ষা অঠিসার সাদেকুল ইসলাম, জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক মো: সোহরাব হোসেন, জেলা ক্রীড়া অফিসার মো হোসাইন আহমেদ,বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি মো কামরুজ্জামান, তরুনদের প্রতিনিধি হিসেবে বক্তব্য রাখেন এস এম ফাহিম, সরকারি মহিলা কলেজের শিক্ষার্থী জান্নাতি। সভায় জেলা পর্যায়ের কর্মকর্তাগন সহ তরুন ছাত্র ছাত্রীদের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। প্রধান অতিথি তার বক্তব্যে বাংলাদেশের ২৪ শের জুলাই জাগরনে তরুনদের অবদানের কথা স্মরন করে বলেন, তাদের ভুমিকা তারা পালন করেছেন জীবন দিয়ে ৭১, ৬৯,৯০ সব আন্দালনেই তারা ভুমিকা রেখেছে। ত্যাগের ফসল আমরা ভোগ করছি। তারুন্যকে লেখা পড়া, আর পড়া লেখা, করে প্রতিযোগিতার মাধ্যমে আত্মগঠন করতে হবে। তিনি এধরনের অনুষ্ঠানে তরুনদের বেশি বেশি উপস্থিত রাখার পরামর্শ দেন। শিক্ষা সহ বিভিন্ন ক্ষেত্রে বাগেরহাটের অনগ্রসরতার কথা উল্লেখ করে জেলা প্রশাসক বলেন, সকল সীমাবদ্ধতার ভেতর দিযে বাগেরহাট বাসীকে এগিয়ে যেতে হবে সেক্ষেত্রে তিনি তরুনদেরকে অগ্রনী ভুমিকা পালনের আহবান জানান। এর আগে মাল্টি মিডিয়ায মহেশকালীর এক মাত্র জুলাই শহীদ তানভিরের উপর শর্ট ফিল্ম প্রদর্শন করা হয়।
শেখ আবু সাঈদ।।
১২-১১-২০২৫ রাত ১২:২১
"It's your life colour it." এটা তোমার জীবন, এ জীবনকে তুমিই সাজাও'।
আজ ১১ নবেম্বর মঙ্গলবার সকাল ১০ টায় জেলা তথ্য অফিস কর্তৃক আয়োজিত
তারুন্য নির্ভর নতুন বাংলাদেশ গঠনে" এসো দেশ বদলাই, পথিবী বদলাই শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বাগেরহাটের জেলা প্রশাসক আহমেদ কামরুল হাসান তরুনদের উদ্যেশ্যে উক্ত বিখ্যাত উক্তি করেন। জেলা তথ্য অফিসার মইনুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার শামিম হোসাইন, ডেপুটি সিভিল সার্জন ডা: হাবিবুর রহমান, জেলা শিক্ষা অঠিসার সাদেকুল ইসলাম, জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক মো: সোহরাব হোসেন, জেলা ক্রীড়া অফিসার মো হোসাইন আহমেদ,বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি মো কামরুজ্জামান, তরুনদের প্রতিনিধি হিসেবে বক্তব্য রাখেন এস এম ফাহিম, সরকারি মহিলা কলেজের শিক্ষার্থী জান্নাতি। সভায় জেলা পর্যায়ের কর্মকর্তাগন সহ তরুন ছাত্র ছাত্রীদের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। প্রধান অতিথি তার বক্তব্যে বাংলাদেশের ২৪ শের জুলাই জাগরনে তরুনদের অবদানের কথা স্মরন করে বলেন, তাদের ভুমিকা তারা পালন করেছেন জীবন দিয়ে ৭১, ৬৯,৯০ সব আন্দালনেই তারা ভুমিকা রেখেছে। ত্যাগের ফসল আমরা ভোগ করছি। তারুন্যকে লেখা পড়া, আর পড়া লেখা, করে প্রতিযোগিতার মাধ্যমে আত্মগঠন করতে হবে। তিনি এধরনের অনুষ্ঠানে তরুনদের বেশি বেশি উপস্থিত রাখার পরামর্শ দেন। শিক্ষা সহ বিভিন্ন ক্ষেত্রে বাগেরহাটের অনগ্রসরতার কথা উল্লেখ করে জেলা প্রশাসক বলেন, সকল সীমাবদ্ধতার ভেতর দিযে বাগেরহাট বাসীকে এগিয়ে যেতে হবে সেক্ষেত্রে তিনি তরুনদেরকে অগ্রনী ভুমিকা পালনের আহবান জানান। এর আগে মাল্টি মিডিয়ায মহেশকালীর এক মাত্র জুলাই শহীদ তানভিরের উপর শর্ট ফিল্ম প্রদর্শন করা হয়।