রোনালদো বললেন ‘বিশ্বকাপ সব নয়’, মেসির পাল্টা: ‘এটাই জীবনের শীর্ষ অর্জন’!
স্পোর্টস ডেস্ক
৭-১১-২০২৫ রাত ১২:৯
রোনালদো বললেন ‘বিশ্বকাপ সব নয়’, মেসির পাল্টা: ‘এটাই জীবনের শীর্ষ অর্জন’!
বিশ্ব ফুটবলের দুই মহাতারকার পুরোনো প্রতিদ্বন্দ্বিতা আবারও তীব্র হলো মন্তব্যে-প্রতিমন্তব্যে। ক্রিশ্চিয়ানো রোনালদো সম্প্রতি বলেন, “বিশ্বকাপ জেতা আমার স্বপ্ন নয়। ছয়-সাত ম্যাচে জয় কি পুরো ক্যারিয়ার নির্ধারণ করতে পারে?”—এ মন্তব্যেই ক্ষোভ আর বিতর্কের ঝড় ওঠে সামাজিক মাধ্যমে।
জবাব দিতে দেরি করেননি আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। যুক্তরাষ্ট্রে এক অনুষ্ঠানে তিনি বলেন, “একজন ফুটবলারের জীবনে বিশ্বকাপ জয়ই চূড়ান্ত সাফল্য। এরপর আর কিছু চাওয়ার থাকে না।”
২০২২ সালের সেই কাতার বিশ্বকাপেই মেসি লিখেছিলেন ইতিহাস, এনে দিয়েছিলেন আর্জেন্টিনাকে তৃতীয় শিরোপা। অন্যদিকে রোনালদো থেমে আছেন ইউরো ২০১৬-তেই।
দুই কিংবদন্তির এই ভিন্ন অবস্থান আবারও জ্বালিয়ে দিয়েছে পুরোনো বিতর্ক—‘কে সেরা, মেসি না রোনালদো?’—বিশ্বজুড়ে ভক্তদের মন্তব্যে চলছে তর্ক-বিতর্ক, মিম-যুদ্ধ আর তুলনাহীন উত্তেজনা।
স্পোর্টস ডেস্ক
৭-১১-২০২৫ রাত ১২:৯
বিশ্ব ফুটবলের দুই মহাতারকার পুরোনো প্রতিদ্বন্দ্বিতা আবারও তীব্র হলো মন্তব্যে-প্রতিমন্তব্যে। ক্রিশ্চিয়ানো রোনালদো সম্প্রতি বলেন, “বিশ্বকাপ জেতা আমার স্বপ্ন নয়। ছয়-সাত ম্যাচে জয় কি পুরো ক্যারিয়ার নির্ধারণ করতে পারে?”—এ মন্তব্যেই ক্ষোভ আর বিতর্কের ঝড় ওঠে সামাজিক মাধ্যমে।
জবাব দিতে দেরি করেননি আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। যুক্তরাষ্ট্রে এক অনুষ্ঠানে তিনি বলেন, “একজন ফুটবলারের জীবনে বিশ্বকাপ জয়ই চূড়ান্ত সাফল্য। এরপর আর কিছু চাওয়ার থাকে না।”
২০২২ সালের সেই কাতার বিশ্বকাপেই মেসি লিখেছিলেন ইতিহাস, এনে দিয়েছিলেন আর্জেন্টিনাকে তৃতীয় শিরোপা। অন্যদিকে রোনালদো থেমে আছেন ইউরো ২০১৬-তেই।
দুই কিংবদন্তির এই ভিন্ন অবস্থান আবারও জ্বালিয়ে দিয়েছে পুরোনো বিতর্ক—‘কে সেরা, মেসি না রোনালদো?’—বিশ্বজুড়ে ভক্তদের মন্তব্যে চলছে তর্ক-বিতর্ক, মিম-যুদ্ধ আর তুলনাহীন উত্তেজনা।